বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমানে বাংলা পক্ষর মিছিল ও সভা

Published on: September 12, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বাংলা ভাগের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলা পক্ষর পূর্ব বর্ধমান জেলার সম্পাদক জুয়েল মল্লিকের নেতৃত্বে বুদবুদে মহামিছিল ও সভা হল। গলসী বিধানসভার সহযোদ্ধা রণ ভট্টাচার্য, অর্ণব দাসের উদ্যোগে আজ মিছিল হল।

এই মিছিলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, মনোজিৎ বন্দ্যোপাধ্যায়, ডাঃ অরিন্দম বিশ্বাস, করবী রায়, মনন মন্ডল, পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক জুয়েল মল্লিক, সহ-সম্পাদক অসিত সাহা, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলীর জেলার সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ব।

মিছিলের মূল বক্তব্যই ছিল, রক্ত দিয়ে হলেও বাংলা ভাগ রুখবে বাঙালি। বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি কোচবিহার থেকে দীঘা পর্যন্ত লড়ছে। এবং বাংলার সমস্ত চাকরি-কাজে-ব্যবসায় ৯০% ভূমিপুত্র সংরক্ষণের জোরালো দাবিও ওঠে মিছিল ও সভা থেকে।
সম্পাদক জুয়েল মল্লিক বুদবুদ সহ পুরো পূর্ব-বর্ধমান জেলা জুড়ে এই আন্দোলনকে আরও তীব্রতর করার ডাক দেন।

কৌশিক মাইতি জানান, “যারা বাংলা ভাগ করতে আসবে, তাদের বাংলা ছাড়া করা হবে। এছাড়া এলাকার সমস্ত রাইস মিলে, শিল্পাঞ্চলে বাঙালির কাজ, চাকরি, টেন্ডারের দাবিতে বাংলা পক্ষ শেষ পর্যন্ত লড়বে।”

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় জানান, “আজ রণ, অর্ণব রা গলসী বিধানসভায় বাঙালিকে এক করছে নিজের অধিকারের দাবিতে। আজ বুদবুদের মাটিতে বাঙালি যেভাবে বাংলা ভাগের বিরুদ্ধে গর্জন করল, তাতে বাঙালি শত্রুরা বার্তা পেয়ে গেছে। ওরা কান খুলে শুনে রাখুক, বাঙালি যেভাবে জেগেছে, হিন্দি সাম্রাজ্যবাদের দিন ঘনিয়ে আসছে। বাঘের থাবা পড়লে শত্রুরা বুঝে যাবে। বর্ধমানের ধান ও কয়লা দুই বাঙালির দখলে রাখতে হবে।”

Join Telegram

Join Now