কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন , দেখে নিন
করোনা (coronavirus) আসার পর বেড়েছে ব্যাক্তিগত বাহনের চাহিদা। বহু মানুষ জমানো টাকায় বা কিস্তিতে গাড়ি বা বাইক কিনছেন (car or bike)। লাইসেন্সের (license) জন্যও লাইন দিতে হচ্ছে তাঁদের। তবে লাইসেন্স সংক্রান্ত পরিষেবা এখন অনেক সহজ।
এখন আর লাইসেন্স নবীকরণ বা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আর ঘর থেকে বেরোতে হয় না। পরীক্ষা নেওয়ার পর ঘরে বসেই মেলে লাইসেন্স। অনলাইনের (online car license) মাধ্যমেই ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা সম্ভব এবং পুরো প্রক্রিয়াটি খুবই সহজ। অনলাইনে কী ভাবে সম্ভব ড্রাইভিং লাইসেন্স রিনিউ ?
জেনে নেওয়া যাক প্রতিটি ধাপ! ধাপ ১- পরিবহণ বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। ওয়েব সাইটটি হল- https://parivahan.gov.in/parivahan/ ধাপ ২- সেখান থেকে অ্যাপ্লাই অনলাইন (Apply Online) অপশনে ক্লিক করতে হবে। ধাপ ৩- ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে ক্লিক করতে হবে।
ধাপ ৪- কোন রাজ্য থেকে সার্ভিস নিতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। ধাপ ৫- রাজ্য সিলেক্ট করার পরেই অন্য একটি পেজ খুলে যাবে। ধাপ ৬- সেখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সার্ভিসের উপর ক্লিক করতে হবে। ধাপ ৭- সেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।
সেটিকে ভালো করে পড়ে নিয়ে ফিল আপ করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ধাপ ৮- সেখানে জন্ম তারিখ, বর্তমান লাইসেন্স নম্বর, পিন কোড এবং অন্য বিভিন্ন অংশ পূরণ করতে হবে। ধাপ ৯- সেখানে কী কী পরিষেবা চাইছেন তার একটা তালিকা আসবে।
সেখান থেকে রিনিউয়াল অপশন বেছে নিতে হবে। ধাপ ১০- এর পর আরও একটি ফর্ম আসবে। সেখানে ব্য়ক্তিগত বিভিন্ন তথ্য দিতে হবে। পাশাপাশি গাড়ির বেশ কিছু তথ্য দিতে করতে হবে।
ধাপ ১১- এর পর সেখান থেকে ছবি ও সই আপলোড করতে হবে। ধাপ ১২- এর পর টেস্ট ড্রাইভের জন্য় স্লট বুক করতে হবে। সেই অনুযায়ী সময়ে গিয়ে টেস্ট ড্রাইভ দিতে হবে। ধাপ ১৩- এর পর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি স্লিপ বেরিয়ে আসবে।
যেখানে আবেদনের নম্বর ও সাবমিট করা বিভিন্ন তথ্য লেখা থাকবে। একটি এসএমএস নোটিফিকেশনও পাবেন আবেদনকারী। ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে ২০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে সেই টাকা জমা দেওয়া সম্ভব।
চলতি বছরের ৪ মার্চ কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহণ মন্ত্রক একটি নোটিফিকেশন জারি করেছে। তাতে বলা হয়েছে যে, এবার থেকে ড্রাইভিং লাইসেন্স, ভেহিকল রেজিস্ট্রেশন এমনকী লার্নার লাইসেন্স নেওয়ার জন্যও আর আরটিও অফিসে যাওয়ার দরকার নেই।
অর্থাত্, বাড়িতে বসে অনলাইনেই এই সব পরিষেবা গ্রাহকেরা নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রের এই বিশেষ মন্ত্রক। কেন্দ্রের এই বিশেষ মন্ত্রকের দাবি, আধার-অথেন্টিকেশন বেসড কন্ট্যাক্টলেস এই সার্ভিসের ফলে লাইসেন্স তৈরি করার প্রক্রিয়া সহজ থেকে সহজতর হতে চলেছে এবং সেই সঙ্গেই নাগরিকরা ঝঞ্ঝাটমুক্ত হয়ে পরিষেবা পাবেন।