বিশ্ব ফটোগ্রাফি দিবস উদযাপন করলো বর্ধমান ওয়েভ
ওয়ার্ল্ড ফোটোগ্রাফি ডে উদযাপন করল সামাজিক সাংস্কৃতিক সংগঠন বর্ধমান ওয়েভ। বিশ্ব আলোকচিত্র দিবসে বিশ্বজুড়ে আলোকচিত্রীদের কৃতিত্বকে সম্মান জানান হয়।
আজ সন্ধ্যায় টাউনহলে সংস্থার সিটি অফিসে এই উপলক্ষে বর্ধমান শহরের কয়েকজন সুপরিচিত ও বিশিষ্ট আলোকচিত্রীকে সম্মান জানান হয়।এরা হলেন অমিত ঘোষ; মণি চৌধুরী; উদিত সিংহ ;অপূর্ব ঘোষ , অভিষেক মন্ডল ও সিদ্বার্থ গোস্বামী।
এরা সৃজনশীল ফোটোগ্রাফি এবং সংবাদপত্রে প্রকাশিত ছবিতে নিজস্বতার স্বাক্ষর রেখেছেন।এদের হাতে মানপত্র ;ফুলের গাছ; মিষ্টি ও প্রীতি উপহার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে ওয়েভের সম্পাদক অনির্বাণ হাজরা ; সহ-সভাপতি অরূপ লাহা; তন্ময় রায়চৌধুরী ও সুপ্রকাশ চৌধুরী উপস্থিত ছিলেন।পুরস্কারপ্রাপকের পক্ষে অমিত ঘোষ বর্ধমান ওয়েভকে এই অতিমারির আবহে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জানান।