মালদা নালাগোলা রুটে বাস সার্ভিসে আইএনটিটিইউসি এখন কার্যত দুটি ভাগে বিভক্ত
শাসকদলের সংগঠনের মধ্যে মতবিরোধ ।তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এখন কার্যত দুটি ভাগে বিভক্ত । মালদা নালাগোলা রুটে বাস সার্ভিসে সেই ছবিটাই ধরা পড়েছে। ওই রুটের পরিবহন শ্রমিকরা আই এন টি টি ইউসি সদস্যপদ সংগ্রহ করেছেন তারা হবিবপুর ব্লকে ইউনিয়নে নিজেদের চাঁদাও দিয়েছেন কিন্তু মালদা শহরের আইএনটিটিইউসি শ্রমিক নেতাদের বক্তব্য ওই শ্রমিকদের আবারো চাঁদা দিতে হবে সেটা মালদা শহরে। এই নিয়ে বাস শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে নেতৃত্ব দের বিরুদ্ধে। আর যার ফলে গত দুইদিন ধরে মালদা নালাগোলা রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে, সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা।যদিও সংগঠনের জেলা সভাপতি জানিয়ে দিয়েছেন এই জেলায় তৃণমূলের একটি শ্রমিক সংগঠন রয়েছে যার নাম অতুল চন্দ্র মার্কেট বাস মিনিবাস তৃণমূল শ্রমিক ইউনিয়ন। যার অন্তর্ভুক্ত গাজোল বামন গোলা রতুয়া চাচোল ব্লকের শাখা সংগঠন রয়েছে হবিবপুর ব্লকে কোনরকম সংগঠন নেই। কিছু অসাধু ব্যক্তি দলের নাম কি বদনাম করার জন্য এই সমস্ত জঘন্য কাজ করছে। বাস বন্ধ করে রাখা টি একবারই ঠিক করেনি। আমি এই বিষয়ে প্রশাসনকে বলব বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য।
এই বিষয়ে মালদা জেলা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক সৌম্য প্রসাদ ঘোষ জানান ঘটনায় মালিকপক্ষ কোনও রকম দায়ী নয় মালিকপক্ষ সবসময়ই বাস চলাচল স্বাভাবিক রাখতে চাই। আমরা যতটুকু জানতে পেরেছি শ্রমিক সংগঠনের নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল এর জেরেই এই রকম ঘটনা ঘটেছে। আমরা তাদের সঙ্গে বাস চলাচলের বিষয়ে কথা বলব।