পশ্চিম মেদিনীপুর:-এবার কেশিয়াড়ি পঞ্চায়েতের আরো চারজন জয়ী বিজেপি সদস্য বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। ফলে বর্তমানে কেশিয়াড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলের বেড়ে দাড়ালো ১৭ জন। বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ফেড়ারেশন হলে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির হাত থেকে দলীয় পতাকা নিয়ে দলে যোগ দেন ৪ পঞ্চায়েত সদস্য। যোগদানের পর অজিত বাবু জানান, আগামী ১৫ দিনের মধ্যেই কেশিয়াড়ি গ্রাম পঞ্চায়েত গঠন করা হবে এবং এতদিন পর্যন্ত যে সমস্ত পঞ্চায়েতের উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে পড়েছিল, তা পুরোদমে চালু হবে। যোগদানকারী পঞ্চায়েত সদস্যরা জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কর্মযজ্ঞ শামিল হওয়ার লক্ষ্যে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
আরো চারজন জয়ী বিজেপি সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন
By anandabarta
Published on: May 5, 2021

---Advertisement---