রহস্যজনকভাবে নিখোঁজ শিশুর রক্তমাখা জামাকাপড়
সৌমিত্র গাঙ্গুলি :রানীগঞ্জ
রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া শিশুর রক্তমাখা জামাকাপড় জঙ্গলের মধ্যে থেকে পাওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা। রানীগঞ্জ মঙ্গলপুর স্কুল পাড়ার ঘটনা ।সূত্রে খবর সঞ্জয় তাঁতি বয়স দু’বছর গতকাল দুপুরে খেলার সময় স্থানীয় এক যুবক ফাগু তাকে জঙ্গল দিকে নিয়ে যায়। তারপর থেকে ওই শিশুটির কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না ।
গতকাল সন্ধ্যার সময় স্থানীয়রা অভিযুক্ত যুবক ফাগুকে চেপে ধরলে সে জানায় নিখোঁজ সঞ্জয় তাঁতি জঙ্গলের ঘুমিয়ে আছে ।এরপর গ্রামবাসীরা তাকে নিয়ে জঙ্গলে গেলে সেখানে সঞ্জয় তাঁতির রক্তমাখা জামা প্যান্ট দেখতে পায়।
কিন্তু সঞ্জয় তাঁতির কোন খোঁজ পাওয়া যায়নি ।পরিবার সূত্রে খবর গতকাল পুলিশের পক্ষ থেকে পুলিশ কুকুর এনে তল্লাশি চালানো হয়েছে ।এখনো পর্যন্ত ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ ড্রোন ক্যামেরার সাহায্যে জঙ্গলে তল্লাশি চালাচ্ছে আমড়াসোতা ফাঁড়ির পুলিশ ।