বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ব্যাঙ্ক আকাউন্টে টাকা ঢুকছে এন ই এফ টি র মাধ্যমে, ধন্দে বাঁকুড়ার দিঘলগ্রাম এলাকার গ্রাহকরা।

Published on: February 15, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
                                               শুভজিৎ ঘোষ :ইন্দাস
গ্রাহকদের ব্যাঙ্ক আকাউন্টে টাকা ঢুকছে এন ই এফ টি র মাধ্যমে  পাঁচ হাজার থেকে এক লক্ষ টাকা । বেশিরভাগ গ্রাহকের আকাউন্টেই এই টাকা ঢুকেছে । কিসের টাকা কেনই বা একটি বিশেষ ব্যাঙ্কের নির্দিষ্ট শাখার গ্রাহকদের এই টাকা দেওয়া হচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ ।


 ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার দিঘলগ্রাম এলাকার একটি গ্রামীন ব্যাঙ্কের শাখায় । গত সাত ফেব্রুয়ারি বাঁকুড়ার ইন্দাস থানার দিঘলগ্রাম এলাকার গ্রামীন ব্যাঙ্কের একটি শাখায় নিজের পাস বই আপ টু ডেট করাতে গিয়ে এক গ্রাহক দেখেন তাঁর আকাউন্টে এন ই এফ টি র মাধ্যমে কিছু টাকা জমা পড়েছে ।


বিষয়টি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। কিন্তু কেন এই টাকা দেওয়া হচ্ছে তা এখনও পরিস্কার নয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছেও ।আজও বেশ কিছু গ্রাহকদের ব্যাঙ্ক আকাউন্টে টাকা ঢুকছে বলে জানা যায়  ।

Join Telegram

Join Now