মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার দাবি করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু
সৌজন্যে: ইন্টার নেট –রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বললেন , নবান্নের অফিসারদের তাড়াতাড়ি স্বাস্থ্য পরীক্ষা হওয়া দরকার। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। কলকাতায় মঙ্গলবার ইংল্যান্ড ফেরত এক তরুণের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।।।
চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে ওই পরিবার। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পর তাঁকে বেলেঘাটা আইডি-তে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও বিমানবন্দর থেকে সোজা মায়ের সঙ্গে বাড়ি চলে আসেন। সোমবার সকালে আবাসনে বেরিয়ে সবার সাথে দেখা করেন,কথা বলেন । বন্ধুদের সঙ্গে আড্ডাও দেন।এই প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, বেলেঘাটা আইডিতে ভর্তি হলেন না,ছেলেকে ভর্তিও করালেন না।
গেলেন নবান্নে । সেখানে আলাপ-আলোচনা করলেন। সরকারি আমলাদের আরও একটু সচেতন হওয়া উচিত।” সায়ন্তনবাবুর সংযোজন, ”নবান্নের অফিসারদের স্বাস্থ্য পরীক্ষা হওয়া দরকার।ওই যুবক এর দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। যেহেতু সে নবান্নে গিয়েছিলো তাই মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের সংস্পর্শে এলে আইসোলেশন যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীরও স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। তবে উনি সুস্থ থাকুন, এটাই কামনা করি।”