ছোট্ট বাচ্ছার ডান হাত ভাঙলো প্লাস্টার হলো বাম হাত
নিজস্ব সংবাদাতা :বর্ধমান -পূর্ব বর্ধমান জেলার রায়না ২নম্বর ব্লক এর লোহাই গ্রামের বাসিন্দা টোটন বটব্যাল সোমবার সকাল ১১ টার সময় তার বাচ্ছা কে নিয়ে বর্ধমান এ ডাক্তার দেখতে নিয়ে আসেন। বছর নাম আয়ুসী বটব্যাল।দেন হাত ভাঙার কারণে এক্স রে করে ডাক্তার সৌম ঘোষ এর কাছে যান।
৩৫০০ টাকার বিনিময়ে প্লাস্টার করে দেবে বলে জানান। তারপর বাচ্ছা কে নিয়ে ২জন কম্পাউন্ডের সাথে ভিতরে চলে যান। বাড়ির লোক কাউকে প্রবেশ করতে দেননি বলে জানান টোটন বাবু।তিনি আরো জানান বারবার বলে দেওয়া হয় এবং ডাক্তার বাবু ও জানতেন দেন হাত ভাঙ্গা। তিনি দেন হাত সেট করার কথাও বলেন।কিন্তু বাচ্ছা কে যখন প্লাস্টার করে নিয়ে আসা হয় তখন বাচ্ছা প্রচন্ড কাঁদে ও দেখা যায় ডান হাতের পরিবর্তে বামহাত প্লাস্টার করা। বাচ্ছার বাড়ির লোক এই দেখে ডাক্তার কে জানালে তিনি ভুল হয়েছে আবার করে দিচ্ছি বলে জানান।
ছোট্ট কোলের বাচ্ছা তখন প্রচন্ড কাঁদতে থাকে। বর্ধমান থানার পুলিশ কে খবর দিলে পুলিশ এসে বাচ্ছার আবার প্লাস্টার করার কথা বলেন বাচ্ছার বাবা -মা কে। কিন্তু ডাক্তার সৌম ঘোষ এর কাছে তারা প্লাস্টার করতে রাজি হননি। পরে ডাক্তার চিন্ময় দে র উপস্থিতিতে আবার সঠিক হাতে প্লাস্টার করার পাশাপাশি এক্স রে করে দেখে নেন ২টি হাত। টোটন বাবু ও তার পরিবার বাচ্ছা নিয়ে গ্রামে ফিরে যান। যদিও বাচ্ছার অসুস্থ্যতার কারণে তড়িঘড়ি বাড়ি ফিরে যান। এখনো পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত কোনো অভিযোগ জমা করেননি তিনি।