বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সরাতে হবে খোসবাগান থেকে ডাক্তার এর চেম্বার …..বন্ধ মদের দোকান,সবজি বাজার ,টোটো,রিকশা

Published on: May 6, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
সুমিত ভগৎ -বর্ধমান :পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ২নম্বর ওয়ার্ড সুভাষপল্লি এলাকায় এক মহিলা স্বাস্থ্য কর্মীর শরীরে কোভিড ১৯ পজিটিভ পাওয়া যায়। ওই মহিলা স্বাস্থ্য কর্মীকে দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকাকে কার্যত শীল করে দেওয়া হয়েছে।


 বুধবার জেলা শাসক বিজয় ভারতী জানান সুভাষপল্লী থেকে ১কিমি মধ্যে পরে খোসবাগান। ওই এলাকায় বিভিন্ন চিকিৎসক দের চেম্বার খোলা থাকায় প্রচুর মানুষের সমাগম হছে। এ ব্যাপারে IMA কে অনুরোধ করা হয়েছে যাতে খোসবাগান থেকে ডাক্তার বাবুরা তাদের চেম্বার অন্য স্থানে যেন সরিয়ে নেওয়া হয়।যদি না সরানো হয় তাহলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

পাশাপাশি জেলাশাসক আরো জানান সুভাষপল্লী থেকে ৫কিমি ব্যাসার্ধ পর্যন্ত কন্টেন্টমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।বিভিন্ন এলাকায় নিত্য প্রযোজনীয় জিনিসের যে সব দোকান রয়েছে এর মধ্যে সে গুলি পর্যায়ক্রমে খোলা থাকবে। বন্ধ থাকবে সবজি বাজার ,টোটো,রিকশা। অপ্রয়জোনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা যাবে না। এছাড়াও বুধবার থেকেই সমস্থ মদের দোকান বন্ধ করে দেওয়া হলো বলে জানালেন জেলাশাসক।প্রশাসনের এইরূপ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে বর্ধমানের সচেতন মানুষ। 

Join Telegram

Join Now