বর্ধমান স্টেশন এ এলো প্রথম পরিযায়ী ট্রেন
শনিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশন এ প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন উপস্থিত হয়। পাঞ্জাব রহেকে ট্রেন টি আসে। এদিন অমৃতস্বর এক্সপ্রেসে বর্ধমান স্টেশন এ নামেন ১৪৫ জন যাত্রী। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলার ১১৭ জন পরিযায়ী শ্রমিক ছিলেন।বাকি ২৮ জন যাত্রী পুরুলিয়া ও বাঁকুড়া জেলার।
এদিন যাত্রীদের স্বাগত জানাতে প্রশাসনের করতে ব্যক্তিরা উপস্থিত ছিলেন।যাত্রী দের বর্ধমান স্টেশন চত্বরে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়া পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে পানীয় জল ও খাবার ব্যবস্থা করা হয়। যাত্রীরা জানান আসানসোল স্টেশন এ ট্রেনটি এসে দাঁড়ালে সেখানেও তাদের খাবার তুলে দেওয়া হয়। বর্ধমান স্টেশনে পরিযায়ী শ্রমিকদের নামিয়ে দেওয়ার পর ট্রেন টি বান্ডেল এর উদ্যেশে রওনা দেয়।অবশেষে বাড়ী ফিরে আস্তে পেরে খুশি ওই সমস্ত শ্রমিকরা।
[email protected]