বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য পদ নিয়ে বিবাদ রাজ্যপাল ও সরকারের

Published on: June 2, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
রাজীব মন্ডল:বর্ধমান –র্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপচার্যের পদে নিয়োগ ঘিরে চাঞ্চল্য ।বেঁধেছে রাজ্য পালের সঙ্গে রাজ্যের বিরোধ।রাজ্যের শিক্ষা দপ্তরের সুপারিশ করা নামে সিলমোহর না দিয়ে নিজে একজনকে  নিয়োগ পত্র দেন  রাজ্যপাল। আর এই সিদ্ধান্ত মানতে পারছে না  রাজ্য। উচ্চশিক্ষা দফতর তাঁদের মনোনীত প্রার্থীকে ওই পদে নিয়োগ করেছে। শিক্ষামন্ত্রীর দাবি, সহ উপাচার্য পদে নিয়োগের কোনও অধিকারই নেই রাজ্যপালের।তা সত্বেও রাজ্যপাল নিজের পছন্দের ব্যক্তিকে নিয়োগ পাত্র দেন। 


 রাজ্যপালের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে  পার্থ আরও মন্তব্য করেন , বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সহউপাচার্য পদ ফাঁকা ছিল, আমরা সব মেনেই তার কাছে ফাইল দিয়েছিলাম। কিন্তু কোনওদিন শুনিনি রাজ্যপাল নিয়োগ পত্র দেয়। আশীষ বাবু দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে রাজ্যপালের সই করা  গৌতম চন্দ্র বাবু জানান আমার কাছে কোনো চিঠি আসেনি।তবে যেটা বেরিয়েছিল তাতে আমার নামছিলো এবং আমার নামের পশে সই ছিল। আমি দীর্ঘ  দিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করিয়ে আসছি। আমার বায়োডাটা দেখা হোক। আমি মনে করি আমার এই পদের যোগ্যতা রয়েছে।অন্যদিকে 
এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য কোনো মন্তব্য করতে চাননি।
                  আরো জানতে দেখুন https://rangilatube.com/videos/15ed66686892ca1591109254

Join Telegram

Join Now