রাজ্যপালের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে পার্থ আরও মন্তব্য করেন , বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সহউপাচার্য পদ ফাঁকা ছিল, আমরা সব মেনেই তার কাছে ফাইল দিয়েছিলাম। কিন্তু কোনওদিন শুনিনি রাজ্যপাল নিয়োগ পত্র দেয়। আশীষ বাবু দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে রাজ্যপালের সই করা গৌতম চন্দ্র বাবু জানান আমার কাছে কোনো চিঠি আসেনি।তবে যেটা বেরিয়েছিল তাতে আমার নামছিলো এবং আমার নামের পশে সই ছিল। আমি দীর্ঘ দিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করিয়ে আসছি। আমার বায়োডাটা দেখা হোক। আমি মনে করি আমার এই পদের যোগ্যতা রয়েছে।অন্যদিকে
এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য কোনো মন্তব্য করতে চাননি।
আরো জানতে দেখুন https://rangilatube.com/videos/15ed66686892ca1591109254
