নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতে শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা বর্ধমান শহরের
সৌজন্যে :ইন্টারনেট -বর্ধমান শহরের নবাবহাট এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাত শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। জানা গেছে, রবিবার জামালপুরের চলবলপুরের সুমন্ত খান্ডাইত তার স্ত্রীকে ভর্তি করেন ওই নার্সিংহোমে। রবিবার রাতে তার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন।সোমবার ও মঙ্গলবার বাচ্চাটি সুস্থ ছিল। কিন্তু বুধবার পরিজনরা জানতে পারেন, শিশুটি মারা গেছে। সুস্থ বাচ্ছা কিভাবে মারা গেল,সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। তারা অভিযোগ করেন, নার্সিংহোমের গফিলতিতেই শিশুর মৃত্যু হয়েছে। তাদের অভিযোগের তীর মূলত আয়াদের দিকে। শিশুটির বাবা সুমন্ত খান্ডাইতের দাবি, মঙ্গলবার রাতে শিশুটিকে দেখভাল না করে আয়ারা ঘুমিয়ে গিয়েছিল।
বুধবার সকালে এই নিয়ে নার্সিংহোমে বিক্ষোভ দেখায় শিশুর আত্মীয় পরিজনরা। অভিযোগ এই সময় হাসপাতালের লোকজন রোগীর পরিজনদের মারধোর করে। মারতে মারতে তাদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় বলে দাবী তাদের৷ ঝামেলার খবর পেয়ে নার্সিংহোমে যায় বর্ধমান থানার পুলিশ। যায় নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনের কর্তারা। পুলিশ নার্সিংহোম কর্তা এবং রোগীর পরিজনরা দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশের সামনেই নার্সিংহোম কর্তাদের সঙ্গে রোগীর পরিজনদের তীব্র তর্কাতর্কি করতে দেখ যায়।