বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ব্লক আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটির সাংগঠনিক আলোচনা ও পূর্ণাঙ্গ 15 জনের নতুন কমিটি গঠন

Published on: November 2, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদাঃ- হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকে আগামী বিধানসভা কে সামনে রেখে বামন গোলা ব্লক আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটির সাংগঠনিক আলোচনা করে আজ পূর্ণাঙ্গ 15 জনের নতুন কমিটি গঠন করা হয়। মূলত আগামী বিধানসভা কে পাখির চোখ করে বামন গোলা ব্লক আদিবাসী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করা হয় পাকুয়াহাটদলীয় কার্যালয়। এদিন তৃণমূল কংগ্রেসের আদিবাসীদের সকল কার্যকর্তা দের নিয়ে সাংগঠনিক আলোচনা করে নতুন কমিটি গঠন করা হয় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চুনিয়া মুর্মু নেতৃত্বে।

পাশাপাশি এদিন এই 15 জনের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।এই নতুন কমিটির আদিবাসী তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের চেয়ারম্যান করা হয় অজিত মূমুকে, সভাপতি করা হয় বিপ্লব মুর্মু, ও সাধারণ সম্পাদক করা হয় সঞ্জয় কিসকুকে। তার পাশাপাশি নতুন কমিটি গঠন করে আগামী বিধানসভায় সকল কার্যকর্তাদের একসাথে কিভাবে কাজ করতে হবে সেসব বিষয়ে আলোচনা করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক চূনিয়া মুর্মু, বামন গোলা ব্লক সভাপতি অশোক সরকার, হবিপুর বিধানসভার চেয়ারম্যান অমল কিস্কু,ও ব্লক নেতা ফাইজ উদ্দিন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Join Telegram

Join Now