সপরিবারে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী
নিজস্ব সংবাদদাতা –মন্তেশ্বরের বাঘাসোন গ্রামে সপরিবারে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী রেল পুলিশে কর্মরত একই পরিবারের তিনজন। ঘটনা ঘিরে চাঞ্চল্য মন্তেশ্বর থানার বাঘাসন গ্রামে। মন্তেশ্বর থানার পুলিশ আজ ভোরবেলায় একই ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে।অপরদিকে তাদের বড় মেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমান হসপিটালে চিকিত্সাধীন। কী কারণে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল ওই রেল পুলিশের পরিবার ! তা ভেবেই কুল কিনারা করতে পারছেন না তাঁর পরিবারের লোকেরা।
মৃতের নাম সুদেব চন্দ্র দে (৩৯),তাঁর স্ত্রী রেখা দে (২৮)ও তাঁর ছেলে স্নেহাংশু দে (৮) . মৃতের দাদা জানান আজ ভোর ৩.১৫ নাগাদ তাঁর ভাইঝি তাঁকে ফোন করে আগুন লাগার ঘটনার কথা জানায়।এর পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঢোকার পর তিনজনের মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকেরা। ভাইজিকে দগ্ধ অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ।