রাষ্ট্রপতি মুর্মু ক্ষোভে ফেটে পড়লেন

কোনও সভ্য সমাজ কন্যা-বোনেদের উপর এই ধরনের নৃশংসতা হতে দিতে পারে না… যথেষ্ট হয়েছে

এবার সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।দ্রৌপদী মুর্মু বুধবার ক্ষোভে ফেটে পড়ে তিনি বলেন,’এনাফ ইজ এনাফ মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়।’ তরুণী চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনাকে ‘ভয়ংকর এবং হতাশাজনক’ বলেও উল্লেখ করেন তিনি।রাষ্ট্রপতি মনে করেন মহিলাদের প্রতি বিদ্বেষই তাঁদের উপর নৃশংস অত্যাচার কিংবা হত্যার কারণ।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মহিলাদের সম্পর্কে সামাজিক ধারণা নিয়েও প্রশ্ন তোলেন দ্রৌপদী মুর্মু । মহিলাদের ‘কম মানুষ’, ‘কম শক্তিশালী’, ‘কম সক্ষম’ এবং ‘কম বুদ্ধিমান’ হিসেবে দেখে থাকে অনেকেই।রাষ্ট্রপতি বলেন, “কোনও সভ্য সমাজ কন্যা-বোনেদের উপর এই ধরনের নৃশংসতা হতে দিতে পারে না… যথেষ্ট হয়েছে।”

দ্রৌপদী মুর্মু  ভারতীয় সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।রাষ্ট্রপতি মহারাষ্ট্রের নাবালিকা নির্যাতনের কথা বলেন।তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ X হ্যান্ডেলে পালটা মন্তব্য করেছেন।তিনি লেখেন “RGKor নিয়ে রাষ্ট্রপতির কথা শুনলাম। তাঁকে সম্মান করি।” এরপর দেশের বিভিন্ন প্রান্তের নারী নিগ্রহের কথা মনে করিয়ে কুণাল লেখেন, “উন্নাও, হাথরাস, বিলকিস, মণিপুরের সময় বুক কেঁপে ওঠেনি মাননীয়া? ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড দেখতে পেলেন না? সাক্ষী মালিকদের মতো সোনার মেয়েদের প্রতিবাদের সময় আপনি চুপ করেছিলেন কেন? বিজেপির বিরুদ্ধে বলতে কষ্ট হয়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *