জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ফাল্তুর মোর সংলগ্ন এলাকায় যুব সংঘের কালীপুজো কমিটির পক্ষ থেকে ময়নাগুড়ি দুর্গাবাড়ি থেকে 50 টির টোটো করে রেলি করে নিয়ে আসেন মা কালী কে এরপর লাল স্কুল থেকে পায়ে হেঁটে বৈরাতি নৃত্যের মধ্য দিয়ে মাকে বরণ করে নিয়ে আসেন। এদিন মাকে বরণ করার জন্য মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।জানা গেছে এ বছর প্রথম যুব সংঘের পক্ষ থেকে এই কালীপুজো করা হচ্ছে, প্রথম বছরই ভালই সাড়া পেয়েছেন যুবসংঘ । শুধু পুজোয় নয় পূজোর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বহিরাগত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান, থাকছে অতিথিদের নিয়ে মঞ্চের ফিতে কেটে শুভ উদ্বোধন।

এ বিষয়ে গৌতম রায় বলেন আমরা এ বছর প্রথম কালীপুজো করছি তবে প্রথমবারই মানুষের ভালই সাড়া পেয়েছি তবে আমরা শুধু পুজোয় করব না পাশাপাশি আমাদের চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বহিরাগত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান, আজকে আমরা লাল স্কুল থেকে বৈরাতি নৃত্যের মধ্য দিয়ে মাকে বরণ করে নিয়ে আসলাম।

এ বিষয়ে যুব সংঘের সভাপতি নারায়ণ চন্দ্র রায় বলেন
আমরা আজকে মা কালীকে বৈরাতি নৃত্যের মধ্য দিয়ে বরণ করে নিয়ে আসলাম আগামীকাল মঞ্চের ফিতে কেটে কেটে শুভ উদ্বোধন করব আমাদের গ্রামের অসহায় পরিবারের কে শীত বস্ত্র তুলে দিব পাশাপাশিচারা গাছ বিতরণ চারাগাছ লাগানো,