উদয় নিধি স্ট্যালিন এর বিতর্কিত মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ
বিজেপিকে ঠেকাতে INDIA জোট তৈরী করেছে দেশের বিরোধী দলের নেতারা
বিজেপিকে ঠেকাতে INDIA জোট তৈরী করেছে দেশের বিরোধী দলের নেতারা। আর সেই জোটের সমন্বয় কমিটির সদস্য তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পুত্র উদয় নিধি স্ট্যালিন এর বিতর্কিত মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। হিন্দু সম্প্রদায় নিয়ে উদয়নিধি স্ট্যালিন এর কুরুচিকর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে গোটা দেশের সনাতন সমাজ।
সেই প্রতিবাদের আঁচ নামলো এবার ভাটপাড়ায়। বুধবার সন্ধ্যায় ব্যারাকপুর জেলা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় ভাটপাড়ায়। এদিন ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে এক প্রতিবাদ মিছিল করে ভাটপাড়া থানায় যান হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।
সেখানে উপস্থিত হয়ে তারা উদয়নিধির কুশপুতুল দাহ করার পাশাপাশি ভাটপাড়া থানায় একটি এফআইআর করা হয় উদয়নিধির নামে।তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের সব জায়গায় এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে। সনাতন ধর্মকে নিয়ে এই মন্তব্য তারা কোন মতেই মেনে নেবে না।।