একসাথে রাজ্যে প্রথম দুটি প্রকল্পের উদ্বোধন করলেন খণ্ডঘোষ বিডিও অফিসে

নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে 1 থেকে 7 আগস্ট মাতৃ দুগ্ধ পান সপ্তাহ পালন করা হচ্ছে বিভিন্ন এলাকায়

নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে 1 থেকে 7 আগস্ট মাতৃ দুগ্ধ পান সপ্তাহ পালন করা হচ্ছে বিভিন্ন এলাকায়। আজ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক অফিসের পক্ষ থেকে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উদযাপনের অঙ্গ হিসেবে ট্যাবলোর আয়োজন করা হলো। sdo কৃষ্ণন্দু কুমার মণ্ডল এই ট্যাবলোর উদ্বোধন করেন আজ। এই ট্যাবলো বিভিন্ন জিপিতে যাবে এবং আগামী 4দিন ধরে প্রত্যেকটি জিপিতে

ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকের বিশেষত্ব তুলে ধরবে। গর্ভবতী মহিলাদের পাশাপাশি শিশু ও মায়েদের ব্রেস্ট ফিডিংয়ের প্রয়োজনীয়তা বোঝানো হয়।‌ব্রেস্ট ফিডিং না করালে বাচ্চার কী কী সমস্যা হতে পারে বাচ্চার তাও তুলে ধরা হবে এই ট্যাবলোর মাধ্যমে। পাশাপশি মাতৃ দুগ্ধ পান উপলক্ষে ব্রেস্ট ফিডিংয় কর্নারের উদ্বোধন করা হয়। যদি কোনো মহিলা ছোট বাচ্চা নিয়ে বিডিও অফিসে কাজে এসে শিশুকে দুগ্ধ পান করানোর ক্ষেত্রে যাতে কোন সমস্যায় পড়তে না হয় তার জন্যই এই উদ্যোগ। এছাড়াও খণ্ডঘোষ ব্লকের সিডিপিও লালেশ শর্মার উদ্যোগে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার করা হয়েছে।

বাচ্চা তার মা-বাবার সঙ্গে পরিষেবা নেওয়ার জন্য ব্লক অফিসে আসে ভীরের মধ্যে তাদের যদি থাকতে সমস্যা হয় তাহলে তারা সেখানে থাকতে পারবে এবং খেলাধুলাও করতে পারবে। একই সঙ্গে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য প্রত্যেক সপ্তাহে একদিন করে বিডিও অফিসে থেরাপি দেবে পান্ডুয়া রোগী কল্যাণ সমিতি। তারা অভিভাবকদেরও বুঝিয়ে দেবেন যে কিভাবে প্রত্যেক দিন বাড়িতে থেরাপি করতে হবে। এমনটাই জানান খণ্ডঘোষ ব্লকের cdpo লালেশ শর্মা। এই উদ্যোগ দেখে অন্যান্য বিডিও এবং সিডিপি ও অফিস গুলিও অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেছেন সিডিপিও।এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিও কৃষ্ণন্দু কুমার মণ্ডল, বিডিও সত্যজিৎ কুমার,bhoh ডাক্তার অম্বরীষ বিশ্বাস,cdpo লালেশ শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *