রবীন্দ্র জাদেজা দিলেন কপিলের কথার জবাব
খেলোয়াড়রা শুধুমাত্র ভারতের হয়ে ম্যাচ জেতার দিকে মনোনিবেশ করে
কপিল দেব একটি সাক্ষাত্কারে টিম ইন্ডিয়ার কিছু খেলোয়াড়কে অহংকারী বলে অভিযুক্ত করেছিলেন।অর্থের জন্য অহংকারী হয়ে উঠেছেন দলের কিছু খেলোয়াড়।কপিল দেব বলেন খেলোয়াড়রা সবকিছু জানে ,অভিজ্ঞদের কাছেও যায় না।
অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এর জবাব দিয়েছেন।রবীন্দ্র জাদেজা বলেন যে প্রাক্তন খেলোয়াড়দের তাদের মতামত প্রকাশ করা উচিত। তবে কপিলের অভিযোগের কোনও সত্যতা নেই।জাদেজা বলেন, খেলোয়াড়রা শুধুমাত্র ভারতের হয়ে ম্যাচ জেতার দিকে মনোনিবেশ করে এবং এটা ছাড়া তাদের কাছে ব্যক্তিগত কোনও এজেন্ডা থাকে না।
রবীন্দ্র জাদেজা বলেন প্রাক্তন খেলোয়াড়দের তাদের মতামত জানানোর অধিকার আছে, কিন্তু আমি মনে করি না এই দলে কোনও অহংকার আছে। সকলেই কঠোর পরিশ্রম করছে।কোনও কিছুকে হালকা ভাবে নেননি,তাদের ১০০ শতাংশ দিচ্ছে। ‘এটি তারুণ্য এবং অভিজ্ঞতার সমন্বয়ে একটি ভালো দল বলেন রবীন্দ্র জাদেজা ।ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ থেকে কপিলের কথার জবাব দিলেন রবীন্দ্র জাদেজা।