সিপিআইএম এরিয়া কমিটির কেন্দ্রীয় মিছিল
সিপিআইএম বর্ধমান শহর এক ও দুই এরিয়া কমিটির উদ্যোগে কেন্দ্রীয় মিছিল।
বুধবার বিকেলে বর্ধমান শহরের বড়নীলপুর মোড় থেকে পার্কাস রোড পর্যন্ত সিপিআইএমের বর্ধমান শহর ১ এবং ২ এরিয়া কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় মিছিল সংগঠিত হয়। এই মিছিলে পা মিলিয়ে ছিলেন সিপিআইএমের কর্মী সমর্থকরা। সিপিআইএমের এক সদস্য বলেন, ৮ই জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের নমিনেশন এবং নমিনেশন প্রত্যাহারের জন্য শাসক দল এবং পুলিশ প্রশাসনের যে রক্ত চক্ষু উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছেন তার জন্যই মিছিল।
আজ সাধারণ খেটে খাওয়া মানুষেরা আওয়াজ তুলেছেন যে লুটেরা হাটাও এবং জনগণের পঞ্চায়েত গঠন। তাই জনগণের পঞ্চায়েত গঠনের জন্য আটই জুলাই সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে এই মিছিল।