ভোটের সামনেই ফের শাসকদলের ভাঙ্গন

ভাতারে ৩০০ জন জাতীয় কংগ্রেসের যোগদান জেলা সভাপতির হাত ধরে।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা অঞ্চলের বিদায়ী প্রধান সহ ৩০০ জন আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান করল জেলা সভাপতি প্রদীপ গাঙ্গুলীর হাত ধরে।এছাড়াও উপস্থিত ছিলেন ভাতার ব্লকের জাতীয় কংগ্রেসের সভাপতি টুটু মুন্সি সহ অন্যান্য নেতৃত্ব।

 

জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি জানান যে, ভোটের সামনেই এই যোগদান জাতীয় কংগ্রেসের শক্তিকে আরো বাড়িয়ে দিল। আমরা নিশ্চিত যে বলগোনা গ্রাম পঞ্চায়েত আমরা বামের সঙ্গে যৌথভাবে জয়লাভ করবো একশ শতাংশ যে তৃণমূল কংগ্রেস এই গ্রাম পঞ্চায়েতে হারবে। কারণ বিদায় প্রধান আমজাদ সেখ আমাদের শক্তি আরো বাড়িয়ে দিল।

 

অপরদিকে বিদায় প্রধান আমজাদ শেখ জানান যে, দলের কাছে আমি কোন গুরুত্ব পাচ্ছিলাম না। শুধু আমি বিদায় প্রধান নয়। আমার স্ত্রী গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল, তৃণমূল কংগ্রেসের হয়ে আমিও পাঁচ বছর তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিলাম। তৃণমূল দলটা প্রথম থেকেই করি।
বর্তমানে কিছু নতুন নেতা এসে আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। তাই আমি দল ত্যাগ করে জাতীয় কংগ্রেসের যোগদান করলাম। সব মিলিয়ে শাসকদলের ভাঙ্গন কে ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে ভাতারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *