বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মশাল মিছিলের আয়োজন সিপিএমের

Published on: May 1, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

রাজ্যজুড়ে ধীরে ধীরে নিজেদের সংগঠন মজবুত করতে চাইছে সিপিএম। বিভিন্ন জায়গায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, ও কেন্দ্রের শাসক দল বিজেপি সরকারকে এক যুগে নিশানা করে পথে নেমেছে সিপিএম নেতৃত্ব। ভাটপাড়া বিধানসভায় আগামী ১৩ ১৪ ই মে আয়োজিত হতে চলেছে বেঙ্গল মজদুর চটকল ইউনিয়নের ৬৭তম কেন্দ্রীয় সম্মেলন।

যেখানে উপস্থিত হতে চলেছেন রাজ্যস্তরের বিভিন্ন নেতা-নেত্রী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাম কর্মী সমর্থকরা। সেই কেন্দ্রীয় সম্মেলনের আগে আজ মে দিবস উপলক্ষে ভাটপাড়া রিলায়েন্স মিল থেকে এক মশাল মিছিলের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য নেপাল দেব ভট্টাচার্য, ভাটপাড়া- জগদ্দল এরিয়া কমিটির সম্পাদক নারায়ণ রায়, ও একাধিক নেতৃত্ব।

মশাল মিছিলে উপস্থিত হয়ে নেপাল দেব ভট্টাচার্য বলেন, মে দিবস উপলক্ষে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচির আয়োজন করেছি। চলতি মাসেই ভাটপাড়াতে আমাদের কেন্দ্রীয় সম্মেলন রয়েছে। তার আগে মানুষকে এই বিষয়ে প্রচার করতেই আমাদের এই মিছিলের আয়োজন করা হয়েছিল।

Join Telegram

Join Now