বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ক্ষমা করে দিন বড় ভুল করেছি বললেন শুভেন্দু

Published on: April 12, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

২০১৯-এর লোকসভা নির্বাচনে ১৮ আসনে জয়ী হয়েছিল বিজেপি। সেই নির্বাচনের পরই উপ নির্বাচন হয়েছিল কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। ২৩০০-র বেশি ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । আর জয়ের পিছনে একটা বড় অবদান তৎকালীন তৃণমূল নেতা এবং বর্তমান সময়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।ঘাসফুলের সঙ্গ ত্যাগ করে এখন পদ্মফুলের সঙ্গে সংঘবদ্ধ হয়েছেন শুভেন্দু।

সেদিনের সেই জয়ের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “বিরাট ভুল করেছি, ক্ষমা চাইছি৷ ২০১৯ সালে বিজেপি ১৮ আসনে জেতার পর তিনটি কেন্দ্রে উপনির্বাচন হয়- নদিয়ার করিমপুর, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে৷” শুভেন্দু আরোও বলেন, “তখন আমি তপন দেব সিংকে কালিয়াগঞ্জ থেকে ২৩০০ ভোটে কালিয়াগঞ্জ থেকে জিতিয়েছিলাম৷ তার পর তৃণমূলের দোকান খুলেছিল৷ এর বদলা আমরা সুদে আসলে নেব৷”

শুভেন্দু যেমন তৃণমূলকে সাহায্য করার জন্য এখন ক্ষমা চাইছেন, সেরকমই তাঁকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়ে ভরসা করার জন্য একাধিকবার আক্ষেপ করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷

Join Telegram

Join Now