টাকা উদ্ধারকাণ্ডে বিস্ফোরক দিলীপ
'ভুখা পেটে মরছে বাংলার মানুষ এদিকে কলকাতায় টাকার পাহাড় ।
বালিগঞ্জে টাকা উদ্ধারকাণ্ডে শাসকদলের সুপ্রিমো ও যুবরাজকে নাম না করে তোপ দিলীপ ঘোষের।বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ টুইট করে বলেন, ‘তৃণমূল কংগ্রেস (TMC) মানেই দুর্নীতি।’ভুখা পেটে মরছে বাংলার মানুষ এদিকে কলকাতায় টাকার পাহাড় ।কয়লা চোরাচালানের কাজে এই টাকা ব্যবহার করা হচ্ছিল। পূর্ণাঙ্গ তদন্ত হলে পিসি ভাইপো সবার নাম উঠে আসবে।’
বালিগঞ্জের নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের অফিস থেকে কোটি টাকারও বেশি উদ্ধার করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।স্কুলে দুর্নীতি, গরু পাচারের পর, এবার কয়লাকাণ্ডে মিলল কোটি টাকার হদিশ।সবই ৫০০-র নোট পাওয়া গিয়েছে।কেন বান্ডিল বান্ডিল টাকা রাখা হয়েছিল ? কোথা থেকে এল এত টাকা ? নেপথ্যে কারণ কী ?ইডি সূত্রে দাবি, বুধবার সকাল থেকেই, বালিগঞ্জে ডিরেক্টর বিক্রম শিকারিয়ার অফিসে তল্লাশি চালানো হয়। এখানেই রয়েছে, গজরাজ গ্রুপের একাধিক কোম্পানির অফিস।