উপাচার্য বিরোধী আন্দোলন অব্যাহত রবি ঠাকুরের শান্তিনিকেতনে
মধ্যরাত্রে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে এদিন প্রতিবাদ মিছিল করলো বিশ্বভারতীর ছাত্র ছাত্রীরা
উপাচার্য বিরোধী আন্দোলন অব্যাহত রবি ঠাকুরের শান্তিনিকেতনে। মধ্যরাত্রে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে এদিন প্রতিবাদ মিছিল করলো বিশ্বভারতীর ছাত্র ছাত্রীরা। শান্তিনিকেতনের উপাসনা গৃহ থেকে মিছিল শুরু হয়। শান্তিনিকেতন কোঅপারেটিভ ব্যাংকের সামনে মিছিল এসে পৌঁছই। সেখানেই ছাত্রছাত্রীরা কর্তৃপক্ষের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়।
অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই কার্যত একের পর এক বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে। অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী কখনো তিনি রবীন্দ্রনাথকে বহিরাগত আখ্যা দিয়ে বিতর্কে জড়িয়েছেন। আবার তার আমলেই বন্ধ হয়েছে বসন্ত উৎসব শান্তিনিকেতন পৌষ মেলা।
যা বাংলার এবং বাঙালির মনকে, ভাবাবেগ কে আঘাত করছে। অধ্যাপক চক্রবর্তী এর অনৈতিক ক্রিয়াকর্ম বিরুদ্ধে প্রতিবাদ করলে রসের মুখে পড়তে হচ্ছে এখানকার পড়ুয়া, অধ্যাপক, কর্মী সকলকে। তাই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন আগামী দিনেও বড় আকার নেবে এমনটাই মত আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের।