বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

দাদা আমরা তোমাকেই চাই পোস্টার ঘিরে চাঞ্চল্য শহরে/Dada we want you posters in the city

Published on: September 11, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

নবান্ন চলো – বিজেপির কর্মসূচীর প্রাক্কালেই রবিবাসরীয় সকালে পোস্টার ঘিরে কৌতুহল বর্ধমান শহরের ব্যস্ততম এলাকায় । জেলা বিজেপির আভ্যন্তরীণ  কোন্দল ফের প্রকাশ্যে । বর্তমানে পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি রয়েছেন অভিজিৎ তা । তার আগে এই পদের দায়িত্বে ছিলেন সন্দীপ নন্দী । সেই সন্দীপ নন্দী’র স্বপক্ষেই ছবি সহ পোস্টার পড়লো বর্ধমান শহরের ব্যস্ততম আদালত চত্ত্বর এলাকায় । ” দাদা আমরা তোমাকেই বর্ধমান জেলা বিজেপি’র সভাপতির চাই ” এই লেখা রঙীন পোস্টার ঘিরে কৌতুহল ।

স্থানীয় ব‍্যাবসাদার বাটুল দাস জানান কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা তিনি জানেন না। বর্তমান জেলা বিজেপির বিরুদ্ধে লবিই এই কাজ করেছে বলে অনেকেই মনে করছেন । এই বিষয়ে বর্ধমান জেলা বিজেপির সাধারন সম্পাদক মৃত‍্যুনজ্ঞয় চন্দ্র জানান, এটি সম্পূর্ণ বিরোধী দলের চক্রান্ত এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, তিনি দাবি করেছেন এর থেকে বোঝা যাচ্ছে বিজেপির সংগঠন আরও মজবুত বর্ধমানে তাই বিজেপির কর্মীদের দুর্বল করার জন্য এই পোস্টার লাগিয়েছে তৃণমূল।

রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে নবান্ন অভিযানকে ব্যার্থ করার জন্য অনেক পরিকল্পনা করছে বিরোধীরা এটাও তারই একটা অংশ। যদিও তিনি হুশিয়ারি দিয়েছেন তৃণমূল যদি জোর করে নবান্ন অভিযান আটকাতে চায় তাহলে ঝান্ডার সাথে ডান্ডাও রেডী থাকবে।

এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার তৃনমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, যে বিজেপির দলের ভিতর দীর্ঘদিন ধরেই অন্তদ্বন্দ্ব রয়েছে, বর্তমান জেলা সভাপতির সাথে পুরাতন জেলা সভাপতির দ্বন্দ্ব দীর্ঘদিনের। বর্তমান জেলা সভাপতি কাজ করতে পারছে কি না সেটা বড় কথা নয়, আসল কথা হচ্ছে তাদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই পোষ্টার পড়েছে।তিনি আরও বলেন তৃনমূলের বিরুদ্ধে লড়াই বিজেপি সবসময় পিছিয়ে ওরা আগামিদিনে আরও পিছিয়ে যাবে বলে জানান তিনি ।

Join Telegram

Join Now