করোনা আক্রান্ত অনুব্রত মণ্ডল/Anubrata Mandal is affected by Corona
খোশ মেজাজেই ছিলেন অনুব্রত নিজাম প্যালেস থেকে আসানসোল আদালত আসা পর্যন্ত। তিনি উপসর্গহীন কোভিড পজিটিভ বলে মনে করছেন অনেকে।
অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের সিবিআই আদালত। জেলে নিয়ে যাওয়ার আগে রুটিন টেস্ট করা হয় কেষ্টর। র্যাপিড টেস্ট ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত (Positive)।জানা যায় সেলে আইসোলেশনে রাখা হবে তাকে। একটি টেবিল ফ্যান ও একটি চৌকি দেওয়া হয়েছে।
খোশ মেজাজেই ছিলেন অনুব্রত নিজাম প্যালেস থেকে আসানসোল আদালত আসা পর্যন্ত। তিনি উপসর্গহীন কোভিড পজিটিভ বলে মনে করছেন অনেকে। তাও সতর্কতার কারণে আইসোলেশনে রাখবে জেল কর্তৃপক্ষ তাঁকে।
অনুব্রতর আইনজীবী এদিন আদালতে ফের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন।আবেদন খারিজ করে দেন বিচারপতি। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালতে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানিয়েছিল সিবিআই।বুধবার বিচারপতি রাজেশ চক্রবর্তী অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে দেন। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। আগামী ৭ সেপ্টেম্বর ফের তাঁকে আদালতে তোলা হবে।
.