ঐতিহাসিক মহরম উপলক্ষে বিশেষ আলোচনা সভা কেন্দ্রীয় মহরম কমিটির
বর্ধমান শহরেরঐতিহাসিক মহরম উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন
বর্ধমান শহরেরঐতিহাসিক মহরম উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেন বর্ধমান কেন্দ্রীয় মহরম কমিটি,উপস্থিত ছিলেন,বিধায়ক খোকন দাস,মহরম কমিটির সভাপতি সাহাবুদ্দিন খাঁন, সম্পাদক স্বপন মুখার্জী, 33নং ওয়ার্ডের পুরমাতা পামেলা চ্যাটার্জী সহ কেন্দ্রীয় মহরম কমিটিরকর্মকর্তা ও সদস্যগণ।মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষরা চীরপ্রথা মেনে পালন করে আসছেন বর্ধমান শহরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক মহরম।সম্প্রীতি এই উৎসব বর্ধমানের রাজা সম্ভবত মহারাজ ধীরাজ মাহাতাব হাতি লস্কর ঘোড়া নিয়ে শোভাযাত্রা বের করে নিজে পালন করেছেন কয়েক দশক। কার্যতঃ পশ্চিমবঙ্গের অন্যতম মহরমের শোভাযাত্রা বের হয় বর্ধমান শহরে।
করোনাকালে সব ধর্মের মানুষজন ঠিকমতো উৎসব পালন করতে পারেন নি,করোনা থেকে অনেকটাই দূরে ফেলে এবছর শহর বর্ধমানে পালিত হতে চলে ঐতিহ্যবাহী মহরম উৎসব।উৎসবমুখর করতে এবং কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আজ বর্ধমান কেন্দ্রীয় মহরম কমিটির পক্ষ থেকে মহরম কমিটির প্রত্যেক লাইসেন্স হোল্ডার ও সম্পাদকদের নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।বিধায়ক জানান,মহরমের সময় শ্রাবনের শিবের মাথায় জল ঢালতে অনেকভক্ত আসবেন বর্ধমানেশ্বর শিব মন্দিরে। সম্প্রতির ঐক্যবদ্ধ রেখে এক অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে নিজ নিজ উৎসব পালন করবে।
এছাড়া তিনি আরও বলেন, লাইটিং,থিম,ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেসব মহরম কমিটি সুন্দর ও সভ্যতার পরিচয় দেবে সেই ভাবে প্রথম দুই লক্ষ টাকা, দ্বিতীয় এক লক্ষ টাকা ও তৃতীয়কে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে।বিধায়কের এহন উদ্যোগকে সাধুবাদ জানান বর্ধমান শহর মহরম কমিটি।