বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আগুনে ভস্মীভূত

Published on: May 14, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

গভীর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত 50 বছরের পুরনো কংগ্রেস কার্যালয় সহ বেশ কয়েকটি দোকান। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার বিল্লগ্রাম অঞ্চল এর যুগ পুর বাজার এলাকায়। জানা যায় 50 বছরের পুরনো নাকাশিপাড়া থানার যোধপুর বাজারে একটি কংগ্রেসের কার্যালয় রয়েছে।

 

প্রতিদিন নিয়মিত ওই কার্যালয়টি খুলে দলের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করত কংগ্রেস কর্মীরা। কার্যালয় কি বাজারের মধ্যে অবস্থিত হওয়ায় তাঁর সমগ্র বেশ কয়েকটি দোকান রয়েছে। গতকাল প্রতিদিনের মতো রাত আনুমানিক 9:00 টা নাগাদ কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যায় কংগ্রেস নেতৃত্বরা। রাত্রি সারে বারোটা নাগাদ তাদের কাছে পুনরায় খবর আছে কার্যালয়ে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনাস্থলে এসে দেখে দাউদাউ করে জ্বলছে কার্যালয়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল কর্মী এবং নাকাশিপাড়া থানার পুলিশ। প্রায় ঘন্টা দুয়েক এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কংগ্রেস কার্যালয় পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ার পাশাপাশি কার্যালয় বেশ কয়েকটি দোকানে আগুন পুড়ে গেছে। কংগ্রেস নেতৃত্ব অনুমান দুষ্কৃতিকারী এই কর্মকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে নাকাশিপাড়া কংগ্রেসের ব্লক সভাপতি পুলক সিংহ বলেন, এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

Join Telegram

Join Now