অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা যায়, রবিবার সকাল ১১ টা নাগাদ নদীয়ার (Nadia) শান্তিপুর (Santipur) গবার চর গঙ্গার ঘাটে এক বৃদ্ধার মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্নান করতে আসা সাধারণ মানুষ। এর পরেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় গঙ্গার ঘাট থেকে দেহ উদ্ধার করে পুলিশ। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। গঙ্গার ঘাটে কিভাবে মৃতদেহটি ভেসে এলো তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।