বর্ধমানে তৃনমূলের প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা চরমে , ঘটনাস্থলে নামে বর্ধমান থানার পুলিশ ও র্যাফ
পৌরসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনা বারতে চলছে বর্ধমান শহরে কোথাও তৃনমূলের দলীয় কার্যালয় পুরিয়ে ফেলা হচ্ছে আবার কোথার তৃনমূলের প্রচারে বেরিয়ে উত্তেজনা সৃষ্টি হচ্ছে এলাকায়।শনিবার বর্ধমান পৌরসভার ২৭নম্বর ওয়ার্ড বাবুরবাগ এলাকায় তৃনমূলের প্রচারকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল এদিন।যেটা যানা যাচ্ছে তৃনমূল কংগ্রেসের যে প্রার্থী ২৭নম্বর ওয়ার্ডের সেখ বসির আহমেদ তিনি যখন প্রচার করছিলেন ।
সেই সময় তার যে কর্মীরা তার হয়ে প্রচার করছিলো তখনি একটা বিশিঙ্খলার সৃষ্টি হয় বলে জানান তৃনমূল কংগ্রেসের প্রার্থী এবং এক্স কাউন্সিলর সেখ বসির আহমেদ।অন্যদিকে এখানকারি তৃনমূল নেতা মুক্তার মিয়া জানান এখানে তাদেরকে ঘিরে টোন টিটকারি কাটা হচ্ছিলো তাই সেই নিয়ে অশান্তি শুরু হয়।ঠিক কি কারনে এই অশান্তি তা এখন সঠিক তথ্য পাওয়া যায়নি ।পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামে ঘটনাস্থলে।ঘটনাস্থলে আসে ডিএসপি হেডকোয়ার্টার ,ও বর্ধমান থানার আইসি,।সমস্ত ঘটনার খুটিয়ে দেখছে পুলিশ।