কথা বললে কাকের মত শব্দ বের হচ্ছে মদন মিত্রের
INTERNET : বেশ কিছুদিন ধরেই মদন মিত্রের গলায় একটা সমস্যা হচ্ছে। সেই সমস্যার পরিপ্রেক্ষিতেই ডাক্তারের কাছে যান তিনি।অসুস্থ তৃণমূল বিধায়ক মদন মিত্র। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে কামারহাটির বিধায়ককে।পরিবার সূত্রে খবর, মদন মিত্রের গলায় একটি টিউমার রয়েছে যা অপারেশন করা হবে। এদিন এসএসকেএম হাসপাতালে মদন মিত্র বলেন, কথা বললে তাঁর গলা থেকে কাকের মতো আওয়াজ বেরোচ্ছে।ভোকাল কর্ডে সমস্যা রয়েছে বলে জানা গিয়েছিল গত বছর মে মাসে। সে সময় অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে বিশেষ জোর দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, এবার তার প্রয়োজনীয়তা অনুভব করছেন চিকিত্সকরা।
সম্ভবত বৃহস্পতিবারই মদন মিত্রের গলায় অস্ত্রোপচার করা হবে।সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরই এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। সেই সময়ই চিকিত্সকরা জানিয়েছিলেন, মদনের গলায় রয়েছে একটি ছোট টিউমার।ঢোকার সময় মদন মিত্র বলেন, “ভোকাল কর্ডে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। আমি চেপে রেখেছিলাম। এখন সমস্যাটা বেড়েছে। তাই নিজে থেকে ভর্তি হলাম। কথা বললে কাকের মত শব্দ বের হচ্ছে।”