বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

৩৮ বছর ধরে সিপিএম এ থাকা150 টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল

Published on: June 21, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

সৌমিত্র গাঙ্গুলী :সালানপুররবিবার সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রামপঞ্চায়েতের জামিরকুড়ি গ্রামের প্রায় দেড়শ পরিবার  তৃণমূল কংগ্রেস নেতা বুড়া খান এর নেতৃত্বে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেনএদিন জেলা কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি  ফাল্গুনী কর্মকার ঘাসি ও সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এর উপস্থিতিতে অন্যান্য দল থেকে আসা কর্মীদের তৃণমূলের দলীয়পতাকা হাতে ধরিয়ে সকলকে যোগদান করানো হয়

এদিন এমডি আরমান জানান যে আজ যারাই অন্য দল থেকে আমাদের দলে আসছে তারা সকলেই  আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকাশ দেখেই তৃণমূলে যোগদান করছেকারন আমাদের সরকার উন্নয়নের সরকার কোন মিথ্যে প্রতিশ্রুতি দেয়না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি কেবল দিয়েই এসেছেনতাই আমাদের মূখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাজ দেখেই আজ এই বদল একই সাথে কল্যানেশ্বরী আঞ্চলিক তৃণমূলের নেতা বুড়া খান বলেন যে এই গ্রামটি শুরু থেকেই সিপিএমের ঘাঁটি ছিল গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এটি থেকে জয়লাভ করলেও এখানে  আশা কমই ছিলতবে জনগণের অনবরত প্রচেষ্টার কারণে এঅঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেস পার্টির উপর নির্ভর করেছে এবং প্রত্যেকেই তাদের অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তৃণমূল কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেকেননা একমাত্র তৃণমূল কংগ্রেস পার্টি উন্নয়নের জন্য কাজ করে, বাকি দল ধর্ম এবং বর্ণ নিয়ে রাজনীতি করেএই সময় উপস্থিত ছিলেন দেন্দুয়া গ্রামপঞ্চায়েতের প্রধান সিমুলা মারান্ডি, উপ-প্রধান রঞ্জন  দত্ত, রাজা খান, অচিন্তো মালিক, মধু মল্লিক, গোবিন্দ মল্লিক, ফানাব নস্কর, আকাশ নুনিয়া, রাজেশ চৌহান, সুরজ নুনিয়া, নরেশ ঠাকুর সহ অনেক

Join Telegram

Join Now