১৪ মার্চ অমিত শাহের প্রথম বঙ্গ সফর
রাজ্যে প্রথম দু’দফা বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর এটাই অমিত শাহের প্রথম বঙ্গ সফর। বিজেপি সূত্রে জানা গেছে ১৪ মার্চ, রবিবার বঙ্গ সফরে আসার পর ওইদিন বিকেলেই খড়গপুরে রোড শো করবেন অমিত শাহ। খড়গপুর সদরের তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারসূচি রয়েছে তাঁর।অমিত শাহ ১৪ মার্চ রাজ্যে এসে খড়গপুর সদরে রোড শো করার পর ১৫ মার্চ তারিখেও তাঁর বেশ কিছু কর্মসূচি রয়েছে। পুরুলিয়া এবং বাঁকুড়ার রানিবাঁধে দুটি জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে প্রথম দফায় জঙ্গলমহলের ভোট। জঙ্গলমহলের চার জেলায় উনিশের লোকসভা নির্বাচনের পর বিজেপির রাজনৈতিক অবস্থা বেশ ভালোই রয়েছে। জঙ্গলমহলের চারটি জেলার সব সংসদই বিজেপির ।
২০১৬ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি পরাজিত করেন ৫ বারের প্রবীণ কংগ্রেস বিধায়ক জ্ঞানসিং সোহন পালকে। উনিশে আবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ। এই সময় বিধানসভা উপনির্বাচনে খড়গপুর সদর আসনটি হাতছাড়া হয়ে যায় বিজেপির। তৃণমূল আবার এই আসনটি দখল করে। তাই ২০২১-এর বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে টলিউডের জনপ্রিয় নায়ক হিরণ চট্টোপাধ্যায়ের কাছে বড় চ্যালেঞ্জ। তাই হিরণকে জেতাতে সর্বশক্তি দিয়ে এই কেন্দ্রে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই রবিবার, ছুটির দিনকরে বেছে নিয়ে রোড শো করার পরিকল্পনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।