হনুমান জয়ন্তি পালন করার কথা জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা
সামাজিক দূরত্ব বজায় রেখেই করোনার মুক্তিতে হনুমান জয়ন্তি পালন করার কথা জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, বুধবার দেশের অনেক জায়গায় হনুমান জয়ন্তী পালন হবে। মানুষ করোনা নামক দশ্যুর হাত থেকে রক্ষাপেতে পবনপুত্রের স্মরন করবেন।
তবে তা সামাজিক দূরত্ব মেনে করতে হবে বলে এদিন জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। পাশাপাশি করোনা নিয়েও মানুষের সচেতনতা প্রয়োজন বলে জানান তিনি। পবনপুত্র হনুমান জি রামচন্দ্রকে সঙ্কটমোচন থেকে উদ্ধার করেছিলেন। তাই এই দু:সময়ে তাঁর প্রতি আস্থা রেখে হনুমান জির নাম স্মরন করার কথা জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।যেখানে সারা পৃথিবী লকডাউন কে সমর্থন করে ৬মাস পর্যন্ত পুরো দেশ লকডাউন ঘোষণা করে দিয়েছেন সেখানে রাহুল সিনহার এই রকমের মন্তব্যে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে সকলের মধ্যে