লক ডাউন এর জন্যে অনাহারে দিন কাটাচ্ছে ..সাহায্য করতে আসেনি কোনো সংস্থা

                      মনোজ কুমার মালিক :ভাতার –
করোনা ভাইরাস এর জেরে সারা দেশের সাথে এ রাজ্যে বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় লক ডাউন চলছে। এর জেরে বেশ সমস্যায় পড়েছেন খেটে  খাওয়া মানুষ, ভিক্ষা বৃত্তি করে খাওয়া মানুষজন। যদিও এই সব মানুষগুলির জন্য এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সাধারণ মানুষ ও সরকার। কেও খাদ্য সামগ্রী আবার কেও বা রান্না করে খাবার তুলে দিচ্ছেন। এই রূপ উদ্যোগ কে সকলে সাধুবাদ জানিয়েছে। 


বিভিন্ন সংস্থা প্রচার এর জন্য সংবাদ মাধ্যম কে খবর দিয়ে ডেকে নিচ্ছেন। পূর্ব বর্ধমান জেলার ভাতারে  বিভিন্ন সংস্থা অসহায় মানুষের জন্য খাদ্য  সরবরাহ করছেন। কিন্তু বাতিক্রম  দেখা গেলো পূর্ব বর্ধমান জেলার ভাতারের রামনগর গ্রামে। ওই এলাকায় অস্থায়ী ভাবে বসবাস করেন এক অসহায় ভবঘুরে বৃদ্ধ। 
এতো দিন গ্রামবাসীরা পালা করে তাকে খাবার তুলে দিতেন।লক ডাউন এর জন্যে তাকে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে গ্রাম বাসীরা। এখন সে অনাহারে দিন কাটাচ্ছে। কোনো সংস্থা তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। হয়তো প্রচার পাওয়া যাবে না বলে। গ্রাম বাসীরা জানান তারা সাহায্যের জন্য জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *