বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেন কোনও ভুল বোঝাবুঝি না হয়,টাকা পাওয়ার নিয়ম বললেন মমতা

Published on: August 12, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মমতা বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভুল বোঝাবুঝি যেন না হয়। দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আলাদা ক্যাম্প থাকবে। বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে সেখান থেকে। ফর্মে একটি ইউনিক নম্বর থাকবে। যা ডুপ্লিকেট করা যাবে না। সেই ফর্ম আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফর্মে যে ইউনিক নম্বর থাকবে তা কম্পিউটার জেনারেটেড নম্বর হবে। বাইরের কোনও ফর্ম গৃহীত হবে না বলে জানিয়ে দিয়েছেন মমতা। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ কিছু ভিত্তিহীন রটনা রটছে বলেও জানান মমতা।

তিনি বলেন, ‘উত্তর ২৪ এর কয়েকটি জায়গায় রটিয়ে দিয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে বাড়ির ট্যাক্স জমা দিতে হবে। এরকম কোনও নির্দেশিকা সরকারের নেই। লক্ষ্মীর ভাণ্ডার আপনার নিজস্ব অধিকার।’ এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৬ অগস্ট থেকে রাজ্যে ১৭ হাজার ১০৭টি দুয়ারে সরকারের ক্যাম্প হবে। বন্যা কবলিত এলাকার জন্য পরে হবে দুয়ারে সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে এই কর্মসূচির বিশেষ পরিকল্পনা নেবে নবান্ন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকারের ১৮টি প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে এই ক্যাম্প থেকে। স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, ঐক্যশ্রীর মতো প্রকল্পগুলির জন্য নাম নথিভুক্ত করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে।

Join Telegram

Join Now