লকডাউন এর মাঝেই সম্পন্ন হল বিয়ে

 সৌমিত্র গাঙ্গুলী :আসানসোল উত্তররামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কল্যা গ্রাম-৬ ডাঙ্গালপাড়ার বাসিন্দা ছোটন মির্ধার ছেলে জগন্নাথ মির্ধার সহিত ওই ঐ গ্রামের বাসিন্দা টুলু দাসের মেয়ের  সাথে বিবাহ অনুষ্ঠিত হল। উত্তররামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী সহযোগিতায় কল্যা গ্রাম-৫ কালি মন্দিরে শুভ বিবাহ সম্পন্ন করা হলগত ৬মাস আগে আজকের দিনটি স্থির  হয়েছিল বিবাহের জন্যবাড়ি থেকেই  তাদের বিয়ে হত, কিন্তু করোনা ভাইরাসের জন্য দেশে লকডাউন, সরকার সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেনতাই ছেলে ও মেয়ে এবং পুরোহিত নিয়ে মোট ১০জন সদস্যকে সঙ্গে নিয়ে মা কালি মন্দিরে বিয়ে সম্পন্ন হল। 


তাদের এই বিয়ের দিন প্রায় ৬মাস আগে ঠিক হয়েছিল,তারা গরীব পরিবারের মানুষ আর একই  পাড়ার বাসিন্দা তাই ওদের বিয়েটা না পিছিয়ে, বিয়েটা সম্পন্ন হলো করোনা ভাইরাসের জন্য সারা দেশে লকডাউন এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার আবেদন করেছেন সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে বলেছে তাই আজ আমরা সব সুরক্ষা বজায় রেখে, ছেলে ও মেয়ে সহ পরিবারের সদস্যরা যারা বিয়েতে উপস্থিত ছিলেন তাদের মুখে মাস্ক পরিয়ে,হাতে স্যানিটাইজার দিয়ে,দূরত্ব বজায় রেখে বিয়ে দিলাম বলে জানান পঞ্চায়েত প্রধান 

 আরো জানান  তাদের বিশেষ কিছু উপহার দিতে পারিনি,এরা দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য, তাই ওদের হাতে কিছু দিনের জন্য চাল, আলু, তেল, ডাল প্রভৃতি খাদ্যদ্রব্য তুলে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *