লকডাউন এর মাঝেই সম্পন্ন হল বিয়ে

তাদের এই বিয়ের দিন প্রায় ৬মাস আগে ঠিক হয়েছিল,তারা গরীব পরিবারের মানুষ আর একই পাড়ার বাসিন্দা তাই ওদের বিয়েটা না পিছিয়ে, বিয়েটা সম্পন্ন হলো । করোনা ভাইরাসের জন্য সারা দেশে লকডাউন এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার আবেদন করেছেন সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে বলেছে তাই আজ আমরা সব সুরক্ষা বজায় রেখে, ছেলে ও মেয়ে সহ পরিবারের সদস্যরা যারা বিয়েতে উপস্থিত ছিলেন তাদের মুখে মাস্ক পরিয়ে,হাতে স্যানিটাইজার দিয়ে,দূরত্ব বজায় রেখে বিয়ে দিলাম বলে জানান পঞ্চায়েত প্রধান ।
আরো জানান তাদের বিশেষ কিছু উপহার দিতে পারিনি,এরা দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য, তাই ওদের হাতে কিছু দিনের জন্য চাল, আলু, তেল, ডাল প্রভৃতি খাদ্যদ্রব্য তুলে দিলাম।