রেশন দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ
রেশন দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ৷ বৃহস্পতিবার সকালে আসানসোলের মহকুমা শাসকের দফতরের সামনে কুলটি বিধান সভা এলাকা থেকে বিজেপির কর্মীরা উপস্থিত হয়ে হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় ৷ বিজেপির জেলা সহ সভাপতি সুব্রত মিশ্র জানিয়েছেন, কেন্দ্রের থেকে রাজ্য সরকার এর মধ্যেই সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল জনগণকে সরবরাহ করার জন্যে পেলেও তা সঠিক ভাবে রেশনিং ব্যবস্থায় সরবরাহ করা হচ্ছে না ৷
তাছাড়া বহু মানুষের ডিজিট্যাল রেশন কার্ড নেই ৷ তারা সকলেই রেশন থেকে বঞ্চিত হচ্ছে ৷ অথচ কেন্দ্রের সরকার সকলের জন্যে ৫ কিলো করে চাল বরাদ্দ করলেও তার থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ ৷ এছাড়াও মানুষ লকডাউন পরিস্থিতিতে রোজগার থেকেই বঞ্চিত থেকেছে ৷ তাই তিন মাসের জন্যে রাজ্য সরকার যেন বিদ্যুতের বিল মকুব করে ৷ এই বিষয়ে মহকুমা শাসকের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে ৷