রায়না ফকিরপুরে এ বিজেপি যুব মোর্চার তরফ থেকে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি :পূর্ব বর্ধমান -শান্তির খোঁজে কলকাতা থেকে বোলপুরে এসে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। গতানুগতিক পড়াশুনার বাইরে বেরিয়ে প্রকৃতির বুকে শিক্ষা নেওয়ার মন্ত্রে মানুষকে উজ্জীবিত করেছিলেন তিনি। সেই শান্তিনিকেতনের মেলার মাঠ ঘেরা নিয়ে উত্তপ্ত। কবিগুরুর সাধের বোলপুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলার মাঠ ঘিরে ফেলার সিদ্ধান্ত নেন।
গত শনিবার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে হাতিয়ার করে মাঠ ঘেরার কাজ শুরু হয়। সেটা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বোলপুরবাসী। তাঁদের সাধের মেলার মাঠ ঘেরা যাবে না। একই উদ্দেশ্য নিয়ে রায়না ফকিরপুরে এ বিজেপি যুব মোর্চার তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। বাংলা এবং বাঙালি সংস্কৃতি কে আঘাত করেছেন যারা, তাদের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক বলে দাবি জানান রাজ্য বিজেপির দায়িত্বে থাকা রাজ দে।
পুরো ঘটনার জন্য বিজেপি নেতৃত্ব সম্পূর্ণভাবে রাজ্যে শাসকদলের দিকে আঙুল তুলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে বসে বিজেপির সদস্যরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ধরনায় বসেন। তাদের দাবি, দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি সারা বাংলার মানুষ যেন বাংলা সংস্কৃতির নির্মূলকরণ এর পথে বাধা সৃষ্টি করে দাঁড়ায়।