রবিবার আবারো বর্ধমান রেল স্টেশনের বহিরাংশ হঠাৎই ভেঙে পড়ে

রাজীবমন্ডল :বর্ধমান – গত ৪ঠা জানুয়ারি বর্ধমান রেল স্টেশনের বহিরাংশ হঠাৎই ভেঙে পড়ে। সেই ঘটনায় একজন এর  মৃত্যু হয়, আহত হন আরো একজন। এই নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয় অভিযোগ ওঠে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঠিকমতো দেখাশোনা না করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনেকে অভিমত পোষণ করেন। রেল কর্তৃপক্ষ রুটিনমাফিক তদন্ত কমিটি বসিয়েছিলেন কিন্তু তদন্ত শেষ হয়ে গেলেও তার রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। তড়িঘড়ি রেল কর্তৃপক্ষ ভেঙে পড়া অংশ মেরামত করে আগের মতো করে দেয়। ভেঙেপড়া রেশ কাটতে না কাটতেই রবিবার আবারো মেরামত করার অংশের  ফলসিলিং ভেঙে পড়ল।


 এই ঘটনায় একজন কেরল ফেরত পরিযায়ী শ্রমিকের মাথায় আঘাত লাগে বলে জানা যায়।ভেঙে পড়ার সময় ওই স্থানে অনেক পরিযায়ী  শ্রমিক  উপস্থিত ছিলেন, ছিলেন স্বাস্থ্যকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায় ফলস সিলিং এর অনেক অংশ বিপদজনক অবস্থায় রয়েছে।

 এদিন সকালে দুর্ঘটনা ঘটার পর রেলের আধিকারিক দের  ঘটনাস্থলে দেখা যায়নি। পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিইউসি জেলা সভাপতি ইফতেখার আহমেদ অভিযোগ করেন রবিবারে যে ঘটনা ঘটেছে তা রেলের চূড়ান্ত গাফিলতির কারণে। তিনি আরো জানান এখনো এই ফল সিলিং যেরকম বিপজ্জনক অবস্থায় রয়েছে তাতে যেকোনো দিন বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে অবিলম্বে এই কাজের সাথে যারা যুক্ত তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।তিনি আরো জানান রেলের যে পুরোনো ব্রিজ রয়েছে তারও অবস্বথা বিপদজনক। বারবার বলা সত্বেও  কোনো গুরুত্ব দিচ্ছে না রেল ,যেকোনো দিন বিপদ ঘটে যেতে পারে।

  পাশাপাশি বর্ধমান স্টেশন পরিদর্শনে এলেন পূর্ব বর্ধমান তৃণমূল জেলা সাধারণ সম্পাদক খোকন দাস।  খোকন দাস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন রেলের গাফিলতিতেই এই রূপ ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *