মোদীকে চিঠি অধীরের:আপনিই হাল ধরুন

ঘূর্ণিঝড় আমফান’-এর ধাক্কায় বিপর্যস্ত বাংলা। বহু এলাকায় বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে, ঘর-বাড়ি ভেঙেছে, চাষের ক্ষতিও হয়েছে বিপুল। এই পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের এখনও কোনও আশানুরূপ পদক্ষেপ দেখা যায় নি। মমতার সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। মঙ্গলবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন অধীর চৌধুরী বলে জানা যায়।
অধীর লিখেছেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করতে চরম ব্যর্থ, সেইকারণে আপনাকে অনুরোধ, যত শীঘ্র সম্ভব রাজ্য সরকারের সম্মতিক্রমে বিপর্যস্ত এলাকায় পর্যাপ্ত ভারতীয় সেনা নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করুন, নতুবা, আগামী দিনে গোটা রাজ্য চরম সঙ্কটের সম্মুখীন হবে।”এখনও পর্যন্ত বাংলার জন্য এক হাজার কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের জন্য আরও সহায়তার জন্যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন অধীর।
“বাংলার বিপুল অঞ্চল জলমগ্ন, এমনকি সমুদ্রের নোনা জল ঢুকে গেছে, পানীয় জলের চরম সংকট, বিভিন্ন পশুপাখির পচনশীল মরদেহ জলকে আরও দূষিত করছে। পশ্চিমবঙ্গের বিরাট অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, এমনকি রাজধানী কলকাতাতেও একই অবস্থা, বিদ্যুতের অভাবে এই গ্রীষ্মের প্রখর দাবদাহে বহু মানুষের জীবন বিপন্ন, বহু অসুস্থ মানুষের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় গত সাত দিন বিদ্যুৎ পরিষেবা ব্যহত রয়েছে।