মঙ্গলকোট থানার পুলিশের ভালোবাসার টানে বাড়ি ফিরতে চাইনা 5 বছরের যীশু টুডু

নিজস্ব সংবাদদাতা-গত 22 শে জুলাই রাত্রি নটা সময় নতুনহাট বাসস্ট্যান্ডে একটি 5 বছরের শিশু ঘোরাফেরা করছিলস্থানীয়রা তাকে উদ্ধার করে মঙ্গলকোট থানায় নিয়ে আসেসেদিন থেকেই সে মঙ্গলকোট থানা ছিলতারপর থেকে মঙ্গলকোট থানার সমস্ত আধিকারিকরা যীশুকে দারুণভাবে ভালবেসেছিলএককথায় যীশু সকলের নয়নের মণি হয়ে উঠেছিলমাঝেমধ্যে সে জিমনাস্টিক ফুটবল খেলা ও দেখাচ্ছিলো থানায়


খাবার দাবার অভাব হচ্ছিল না যীশুর কখনো চকলেট কখনো বিস্কিট তো কখনো ঝালমুড়ি সারাক্ষণ কেউ না কেউ তার মুখের সামনে খাবার দিয়ে যাচ্ছিলমঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিঠুন ঘোষ তার পরনে নতুন জামা প্যান্ট দেনসবমিলিয়ে যীশু দারুন খুশিতে দিন কাটাচ্ছিলহঠাৎ করে ছন্দপতন তার খোঁজে থানায় হাজির হলেন তার দিদিমাযীশু তো বাড়ি যাবে না সে মঙ্গলকোট থানায় থাকবেতার মা দিদিমা যখন তাকে বাড়ির কথা বলে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে শুধু নয় আড়ালে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক চোখের জল ফেলেন

                             
কিন্তু যীশু কিছুতেই বাড়ি যাবে নাঅবশেষে পুলিশ যখন আশ্বাস দেয় মাঝেমধ্যে তুমি মঙ্গলকোট থানায় বেড়াতে আসবে তবেই যীশু বাড়ি যেতে রাজি হয়। সব মিলিয়ে একটি 5 বছরের শিশু পুলিশের ভালোবাসার দাম দিয়ে গেল চোখের জলে
এক আধিকারিক জানান, এর আগে মঙ্গলকোট থানায় অনেক মানসিক ভারসাম্যহীন পুরুষ-মহিলা এসেছেন যীশু যে ভালোবাসা আমাদের সকলকে দিয়ে গেল তা আমরা কখনোই ভুলবো না। আমরা চাই যীশু অনেক বড় হয়ে উঠুকওর পরিবারের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানালে ওর পাশে থাকবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *