ভাতারের এরুয়ারে দিনেদুপুরে অস্ত্রসহ গ্রেপ্তার এক, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

 আমিরুল ইসলাম:ভাতার পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার বাসস্ট্যান্ডে দিনে দুপুরে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলসেইটা লক্ষ্য করে এলাকার মানুষ ভাতার থানায় খবর দেয়ভাতার থানার পুলিশ গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেওই যুবক তার আগ্নেয়াস্ত্রর কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তৎক্ষণাৎ ভাতার থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে


 পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই যুবকের নাম রাজ কিশোর ভট্টাচার্য, তার বাড়ি এরুয়ারে গ্রামেআজ বিচার বিভাগের জন্য তাকে পাঠানো হয়েছে বর্ধমান আদালতে ওই আগ্নেয় অস্ত্র সে কোথায় পেয়েছে, কিভাবে তার কাছে এলো,তদন্ত করার জন্য পুলিশ পাঁচদিনের পুলিশ হেফাজতে চেয়েছেঅপরদিকে রাজকিশোর ভট্টাচার্যের দাদা ব্রজকিশোর ভট্টাচার্য জানান, তার ভাই ধানের ব্যবসা করত তাকে ফাঁসানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *