বিজেপির রাজ্য কমিটির রদবদল
রিয়া ঘোষ :কলকাতা -বিজেপির নতুন রাজ্য কমিটি সোমবার ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য কমিটিতে বড়ধরণের পরিবর্তন করা হলো। নতুন সাধারণ সম্পাদক পদে এলেন পুরুলিয়ার সাংসদ জোতির্ময় সিং মাহাতো ,সরিয়ে দেওয়া হলো রাজু বন্দোপাধ্যায় ও প্রতাপ বন্দোপাধ্যায়কে এই পদ থেকে।
নতুন মহিলা মোর্চার সভানেত্রী হলেন অগ্নি মিত্র পল। এই পদ থেকে সরানো হলো সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। নতুন যুবমোর্চার সভাপতি হলেন সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদ অর্জুন সিং কে সহ সভাপতি করা হলো। দেবজিৎ সরকারকে এই পদ কে সরানো হয়। সব্যসাচি দত্ত কে সম্পাদক করা হলো বলে জানান দিলীপ ঘোষ।