বাংলায় তৈরি ৫০০ টাকার ‘করোনা-কিট’ চমকে দিলো বিশ্বকে – ‘Only Rs 500 per test’: Kolkata firm develops low-cost indigenous Covid kit

সৌজন্যে: ইন্টারনেট-মাত্র ৫০০ টাকায় এবার করোনা পরীক্ষা করা যাবে। ভারতের মতো দেশে করোনা সংক্রমণ ঠেকাতে এই কিট যে খুবই কার্যকর সেটা বলাই বাহুল্য।  এই সস্তার কিট বানিয়েছে কলকাতার একটি জৈব প্রযুক্তি সংস্থা।জিসিসি বায়োটেক নামে দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটে এই ধরনের কিট বানাচ্ছে ওই সংস্থা। ইতিমধ্যেই এই কিটকে স্বীকৃতি দিয়েছে ICMR। কেন্দ্রীয় পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে পশ্চিমবঙ্গের এই সংস্থার তৈরি করা কিট ভারতের মতো দেশে করোনা সনাক্তকরণ ও মোকাবিলায় বড় ভূমিকা নেবে।এর থেকেও আরও বড় সাফল্য পেল রাজ্যের এই জৈব প্রযুক্তি সংস্থা।বিশ্বস্থ সূত্রের খবর, পরীক্ষার জন্য রবিবার সংস্থার কাছ থেকে ১০০০ কিট চেয়ে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘WHO’। সংস্থার পক্ষ থেকেই এই খবর জানানো হয়েছে।


সংস্থার কর্ণধার রাজা মজুমদার জানিয়েছেন, এই কিট যে কোনও আক্রান্ত করোনা রোগীকেও চিহ্নিত করতে পারবে। মাত্র কয়েক ঘণ্টায় এই কিটের সাহায্যে করোনা চিহ্নিত করা সম্ভব। সেই সঙ্গে তাঁর দাবি, এই কিট তৈরি হয়েছে সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে। এই নতুন কিট ব্যবহার করে পরীক্ষা করলে খরচ পড়বে মাত্র ৫০০ টাকা। তাছাড়া বর্তমান RT-PCR পদ্ধতিতে কোনও ব্যক্তি করোনায় সংক্রমিত হওয়ার সঙ্গে সঙ্গেই তা ধরা পড়ে না। ভাইরাস দেহে সক্রিয় হওয়ার কয়েক দিন পর নমুনা পরীক্ষায় তার খোঁজ মেলে। ফলে রোগ সংক্রমণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। কিন্তু নতুন পদ্ধতিতে পরীক্ষায় দেহে ভাইরাস ঢুকলেই শনাক্ত করা যাবে বলে দাবি ওই সংস্থার। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এই নতুন কিট ১ মে আইসিএমআর থেকে স্বীকৃতি পেয়েছে। এরজন্য দুমাস ধরে নিরলস গবেষণা করেছে সংস্থার গবেষকরা। তাঁদের দাবি, প্রতিদিন ৩ লক্ষ করোনা পরীক্ষা করার মতো কিট তাঁদের মজুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *