বাঁকুড়া শালতোড়া বিধানসভা কেন্দ্রে এলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্ত্তী
বাঁকুড়াঃ ভোট প্রচারে বাঁকুড়ায় এলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্ত্তী। বৃহস্পতিবার শালতোড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দনা বাউরীর হয়ে নির্বাচনী প্রচারে দক্ষিণের এই জেলায় আসেন তিনি।
'মহাগুরু' মিঠুন চক্রবর্ত্তী জেলায় আসছেন, এই খবর পাওয়ার পর থেকেই এদিন সকাল থেকেই শালতোড়া নেতাজী সেন্টিনারী কলেজ মাঠের অস্থায়ী হ্যালিপ্যাডের সামনে ভীড় করেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। মিঠুনের হ্যালিকপ্টার কলেজ মাঠে নামার সঙ্গে সঙ্গে ঘিরে ধরেন মিঠুন অনুরাগীরা। সকলেই চাইছেন তাদের প্রিয় অভিনেতার কাছে একটিবার পৌঁছাতে। এই অবস্থায় কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয় উপস্থিত চিত্র সাংবাদিকদের। এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদেরও হিমশিম অবস্থা।
কলেজ মাঠ থেকে গাড়ি করে বেরিয়ে শালতোড়া লেদ মোড় হয়ে বিডিও অফিস পর্যন্ত একটি হুডখোলা গাড়িতে চেপে রোড শো করেন মিঠুন চক্রবর্ত্তী। সামনে-পিছনে তখন উদ্বেলিত হাজার হাজার জনতা। আর মহাগুরু মিঠুন অনুরাগীদের আব্দার মেটাতে গাড়ি থেকেই হাত মেলালেন তাদের সঙ্গে। সব মিলিয়ে লক্ষীবারের সকালে মিঠুন জ্বরে আক্রান্ত শালতোড়া।