বন্দি জীবনের স্বাদ পেয়ে,মুক্তির স্বাদ দিতে পাখি কিনে ফিরিয়ে দিল প্রকৃতির কোলে
সৌমিত্র গাঙ্গুলী :কুলটি -করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষ এখন গৃহবন্দি ৷ দুদফার দীর্ঘ লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দি মানুষের যখন শ্বাসরোধী অবস্থা, তখনই এই শহরের এক স্বেচ্ছাসেবি যুবক খাঁচার পাখিদের মুক্ত আকাশে উড়িয়ে দিলেন আজাদির স্বাদ ৷ সোমবার কুলটি অঞ্চলের বাসিন্দা সুপ্রিয় কর্মকার তার নিজের উদ্যোগে আসানসোলের শতাব্দি শিশু উদ্যান সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে পাখি ওয়ালাদের কাছ থেকে একগুচ্ছ পাখি কিনে আকাশে উড়িয়ে দেন ৷
এই বিষয়ে তিনি জানিয়েছেন , করোনা সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দি থেকে বন্দি জীবনের স্বাদ পেয়ে অনুভব করি খাঁচার পশু পাখিদের যন্ত্রনা ৷ তাই প্রকৃতির কোলে থাকা পাখিদের প্রকৃতির কোলে ফিরিয়ে তাদের মুক্তির স্বাদ দিতে ইচ্ছে করে ৷ সোমবার সকালে তাই নিজের উদ্যোগে ১৫ টি বদ্রি পাখি কিনে তাদের মুক্ত করে দিই ৷ পাশাপাশি সকলের কাছে আবেদন, যারা পশু ও পাখি প্রেমি হিসাবে ঘরে কোনো পশু বা প্রাণী বা পাখিদের খাঁচাবন্দি বা গৃহবন্দি করে রেখেছেন , তাদের প্রকৃতির কোলে ফিরিয়ে দিয়ে মুক্তির স্বাদ দিন ৷
আহা সত্যিই বন্দি জীবন যেন মৃত্যুর আরেক নাম