বদলে দিতে পারে আপনার জীবন এই ৫টি উক্তি

● জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না।

● আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ- এই তিনটিই শুধু মানুষকে গড়ে তুলতে পারে। সঠিক জীবনযাপন নির্ভর করে এদের উপরে।

● অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।

● জগতে যা সবচেয়ে খারাপ হতে পারে তা মেনে নাও। তুমি যদি সবচেয়ে বড় হতাশাগ্রস্ত হও তাহলে মেনে নাও মৃত্যু তোমার জন্য সবচেয়ে খারাপ হতে পারে। এখন তুমি তোমার কাজে মনোযোগী হও। মনে রেখ শরীরের জন্য জীবন নয় বরং জীবনের জন্য শরীর। তুমি হয়তো বা ‘চালস ডিকেন্স’ বা শেক্সপিয়ার হতে পারবে না। কিন্তু তুমি তোমার সময়কালের সেরা একজন হতে পার।

● নিজের ইচ্ছাকে রোজ কাজে লাগান। যতবার পারেন চেষ্টা করুন। কঠিন কোন কাজের চেষ্টা করুন। যে কাজ করতে আপনার আদৌ কোন ইচ্ছে নেই। ‘সুখকে’ একবার ফিরিয়ে দিন। সুখকে অন্তত একবারের মতো ত্যাগ করুন। এটাই হলো ইচ্ছা সমন্বিত কাজের পথ, নিয়মিত কাজের পথ, সৎ উদ্দেশ্যে প্রণোদিত কাজের পথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *